সংবিধান
বাহুকা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন
বাহুকা, সিরাজগঞ্জ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম
বিসমিল্লাহির রাহমানির রাহিম
o ধারা ১ :
সংগঠনের নাম :
এই সংগঠনের নাম হবে “বাহুকা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন” সংক্ষেপে বি.এস.ডব্লিউ.এ. (BSWA)| এই সংগঠনের নাম কোন অবস্থাতেই পরিবর্তনযোগ্য নয়।
o ধারা ২ :
o ধারা ২ :
অরাজনৈতিকতা :
এই সংগঠন সম্পূর্ণরুপে একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনের কোন সদস্য যদি সংগঠনের বিভিন্ন কর্মকান্ডকে রাজনীতির সাথে সম্পৃক্ত করেন বা করার চেষ্টা করেন তবে তাকে উপদেষ্টা মন্ডলীর পরামর্শক্রমে কার্যনির্বাহী পরিষদ বহিষ্কারের ক্ষমতা রাখে। তবে তার পূর্বে কারন দর্শাও নোটিশ দিতে হবে।
o ধারা ৩ :
লক্ষ্য ও উদ্দেশ্য :
1. অত্র অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে শিক্ষামুলক কার্যক্রম পরিচালনা করা।
2. বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষে মেধাবী শিক্ষার্থী বাছাই করে বৃত্তি প্রদান করা।
3. সমাজসেবা মূলক কার্যক্রম পরিচালনা করা।
o ধারা ৪ :
ক. সদস্যপদ লাভ :
এই সংগঠনের সদস্য হতে হলে-
1. বাহুকা গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
2. ন্যুনতম এইচ. এস. সি. অথবা সমমান পাস হতে হবে।
3. অবশ্যই উচ্চতর শিক্ষায় অধ্যায়নরত হতে হবে।
4. ভদ্র, রুচিশীল, উদ্যোমী, সদাচারী ও মননশীল হতে হবে।
5. সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের কেউ ভেটো না দিলে সদস্যপদ
লাভ করবে। অন্যথায় সদস্যদের তিন চতুর্থাংশের মতামত প্রার্থীর অনুকুলে
থাকতে হবে।
খ. অযোগ্যতা :
যে কোন ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত ব্যক্তি সংগঠনের সদস্যপদ লাভের অযোগ্য বলে বিবেচিত হবে।
o ধারা ৫ :
সদর দপ্তর :
বাহুকা, সিরাজগঞ্জ।
o ধারা ৬ :
কার্যকরী পরিষদ :
ক. এই সংগঠন সুষ্ঠভাবে পরিচালনার জন্য একটি কার্যকরী পরিষদ দায়িত্ব পালন করবে। কার্যকরী পরিষদের পদগুলো নিম্নরুপ-
1. সভাপতি
2. সহ-সভাপতি
3. সধারন সম্পদক
4. সহ-সাধারন সম্পাদক
5. সাংগঠনিক সম্পাদক
6. সহ-সাংগঠনিক সম্পাদক
7. অর্থসম্পাদক
8. সহ-অর্থসম্পাদক
9. অফিস সম্পাদক
10. সহ-অফিস সম্পাদক
11. প্রচার সম্পাদক
12. সহ-প্রচার সম্পাদক
13. শিক্ষা সম্পাদক
14. সহ-শিক্ষা সম্পাদক
15. ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
16. সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
17. প্রকাশনা সম্পাদক
18. সহ প্রকাশনা সম্পাদক
19. মহিলা বিষয়ক সম্পাদিকা
20. সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা
21. সমাজকল্যাণ সম্পাদক
22. তথ্য ও গবেষণা সম্পাদক
খ. এই পরিষদের কার্যকাল হবে এক বছর।
গ. প্রতি ঈদুল-আযহায় অনুষ্ঠিত সভায় চলতি কার্যকরী পরিষদ ভেঙ্গে নতুন
কার্যকরী পরিষদ গঠন করা হবে।
o ধারা ৭ :
কার্যকরী পরিষদ গঠন :
ক. কার্যকরী পরিষদ গঠনের নিয়ম :
1. এই সংগঠনের সকল সদস্যের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হবেন।
2. নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে পরামর্শ করে কার্যকরী পরিষদ গঠন করবেন।
খ. সভাপতি ও সাধারন সম্পাদকের অপসারন :
1. সভাপতি ও সাধারন সম্পাদক সংগঠনের লক্ষ ও উদ্যেশ্য, সংবিধান পরিপন্থী কোন কাজ করলে বা তার কাজে সংগঠনের কোন ক্ষতি হওয়ার আশংকা থাকলে বা তার দায়িত্ব পালনে অবহেলা বা অবজ্ঞা পোষণ করলে সদস্যরা তাকে তার পদ থেকে অব্যহতি দিতে পারবেন। তবে এক্ষেত্রে তিন চতুর্থাংশ সদস্যের ভোটের প্রয়োজন হবে।
2. সভাপতির ক্ষেত্রে কোন অভিযোগ সদস্যরা উপদেষ্টা পরিষদে এবং সাধারন সম্পাদকের ক্ষেত্রে অভিযোগ সভাপতির বরাবর উপস্থাপন করবেন।
o ধারা ৮ :
দায়িত্ব ও ক্ষমতা :
ক. সভাপতির দায়িত্ব ও ক্ষমতা :
1. সংগঠনের সকল কার্যক্রম পরিচালনা ও তত্বাবধান করবেন।
2. সংগঠনের সকল সভায় সভাপতিত্ব করবেন।
3. উপদেষ্টা মন্ডলীর সাথে যোগাযোগ রক্ষা করবেন এবং সংগঠনের
সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠায় সচেষ্ট থাকবেন।
4. কার্যকরী পরিষদের কোন কর্মকান্ড সংগঠনের জন্য ক্ষতিকর মনে হলে সভাপতি সেই কর্মকান্ড বন্ধ বা স্থগিত ঘোষনা করতে পারবেন। তবে সে জন্য উপদেষ্টা মণ্ডলীর সাথে অবশ্যই পরামর্শ করতে হবে এবং নোটিশ দিয়ে জানিয়ে দিতে হবে।
5. সভাপতি সকল প্রকার সভা আহবান করতে পারবেন।
6. জরুরী সিদ্ধান্ত গ্রহনের ক্ষেত্রে উপস্থিত সদস্যরা সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত গ্রহন করবেন এবং পরবর্তী আলোচনা সভায় উক্ত প্রস্তাব উত্থাপন করে পাশ করবেন।
খ. সাধারন সম্পাদকের দায়িত্ব ও ক্ষমতা :
1. সংগঠন পরিচালনার ক্ষেত্রে সভাপতিকে সর্বোতভাবে সহায়তা করবেন।
2. কার্যকরী পরিষদের সকল কার্যাবলী তত্ববধান ও বাস্তবায়নে সহায়তা করবেন।
3. কার্যকরী পরিষদের সভায় গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন অথবা বাস্তবায়নের জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহন ও তদারকী করবেন।
4. প্রতিটি সভায় তিনি সংগঠনের মূখ্য নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবেন।
5. সভাপতির সাথে আলোচনা সাপেক্ষে প্রতিটি সভায় আলোচনার বিষয়বস্তু নির্ধারন করবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবেন।
গ. শিক্ষা সম্পাদকের কাজ :
1. শিক্ষামূলক সকল কার্যক্রম পরিচালনা করবেন।
2. পাঠ্যসূচী ও প্রশ্নপত্র প্রণয়ন করবেন।
3. গঠিত পরীক্ষা নিয়ন্ত্রন কমিটির মাধ্যমে তিনি শিক্ষা বিষয়ক কার্যকলাপ পরিচালনা করবেন।
o ধারা ৯ :
সভাপতি ও সাধারন সম্পাদকের নির্বচনী মেয়াদ :
সভাপতি এবং সাধারন সম্পাদক পদে যে কেউ পরপর দুইবারের বেশী নির্বাচিত হতে পারবেন না।
o ধারা ১০ :
উপদেষ্টা পরিষদ :
ক. উপদেষ্টা পরিষদ গঠন :
১. এই সংগঠনের একটি উপদেষ্টা পরিষদ থাকবে। ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী এবং সমাজের সম্মানীত ব্যক্তি উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে গৃহিত হবেন।
খ. উপদেষ্টা পরিষদের দায়িত্ব ও ক্ষমতা :
1. কার্যকরী পরিষদকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগীতা করবেন।
2. কার্যকরী পরিষদ গঠন সভা সার্বিকভাবে পরিচালনা করবেন।
3. সদস্যদের মধ্যে কোন কারনে মতানৈক্য দেখা দিলে উপদেষ্টা পরিষদ mgš^q সাধন করবেন। তবে এক্ষেত্রে সভাপতিকে সভার আহবান করতে হবে।
4. সার্বিক পরিকল্পনা প্রণয়নে উপদেষ্টা পরিষদ দিক নির্দেশকের ভূমিকা পালন করবেন।
5. কোন কাজ পরিচালনায় সভাপতির ত্রুটি হলে উপদেষ্টা পরিষদ সভাপতিকে কারণ দর্শাতে বলবেন।
o ধারা ১১ :
সদস্যপদ অপসারন :
সংগঠনের কোন সদস্য সংবিধান পরিপন্থী কোন কাজ করলে কার্যকরী পরিষদের সভায় তিন চতুর্থাংশের ভোটে তার সদস্যপদ বাতিল করা হবে।
o ধারা ১২ :
সদস্যপদ স্থগিত :
কোন সদস্য যদি এক বছর সংগঠনের সাথে কোন রকম যোগাযোগ রাক্ষা না করে তবে সভাপতি তার সদস্যপদ স্থগিত রাখার ক্ষমতা রাখেন।
o ধারা ১৩ :
অর্থ সংস্থান :
ক. এই সংগঠনের সদস্যদের কল্যাণ ফি, উপদেষ্টা পরিষদের অনুদান এবং বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ও সংগঠনের অনুদানই হবে এই সংগঠনের আয়ের উৎস।
খ. “বাহুকা স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন” এর সংবিধানের ৩ (ক) এবং ৩ (খ) ধারা মোতাবেক প্রধান লড়্গ্য ও উদ্দেশ্যের সংগে সংগতিপূর্ণ আর্থিক অনুদানের ভিত্তিতে ‘মুন্সি ছাইফুর রহমান স্মৃতি বৃত্তি’ প্রদান করবে। জনাব মুন্সি ছাইফুর রহমান এর পরিবার আর্থিক অনুদান প্রদান অব্যাহত রাখা সাপেড়্গে ‘মুন্সি ছাইফুর রহমান স্মৃতি বৃত্তি’ নামে বৃত্তি প্রদান অব্যাহত থাকবে। আর এড়্গেত্রে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অনুদান বা সহযোগিতায় এসোসিয়েশনের বৃত্তি প্রদান কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে না। তবে মুন্সি ছাইফুর রহমানের পরিবার আর্থিক অনুদান প্রদান করতে A¯^xK…wZ জানালে এসোসিয়েশন অন্য ডোনারের কাছ থেকে আর্থিক অনুদানের ভিত্তিতে এ বৃত্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে। তবে উভয় ড়্গেত্রেই দু’পড়্গের মধ্যকার সহযোগিতামূলক আলোচনা হবে সিদ্ধানত্ম গ্রহণের ভিত্তি। এখানে
6. সদস্য হওয়ার সম্মতি পেলে ২০ টাকা ভর্তি ফি এর মাধ্যমে সদস্যফরম পুরন করতে হবে। এবং ধারাবাহিকভাবে মাসিক ১০ টাকা কল্যান ফি পরিশোধ করতে হবে।
উলেস্নখ্য যে, ভবিষ্যতেও এসোসিয়েশনের কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে দু’পড়্গের মধ্যে সকল সহযোগিতামূলক সম্পর্ক প্রয়োজনীয় ভূমিকা অব্যাহত থাকবে।
o ধারা ১৪ :
1. নির্ধারিত আলোচনা সভায় গৃহিত সিদ্ধান্তে অনুপস্থিত সদস্যদের একমত পোষণ করতে হবে।
2. প্রয়োজন ও পরিস্থিতি সাপেক্ষে কার্যকরী পরিষদের তিন চতুর্থাংশের সমর্থনে এই সংবিধান পরিমার্জনীয় ও পরিবর্তনীয়।